স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর হোসেন মার্কেট ও মোক্তার বাড়ি মোড় এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত গণসংযোগ করা হয়।
টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমনের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, যুবদল নেতা মো. সুমন লস্কর, ইশতিয়াক আহমেদ জীম, মো. আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মাঠপর্যায়ে প্রচারণা ও গণসংযোগ আরও বেগবান করা হবে।
