Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার :


অসহায় ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে গঠিত গ্লোবাল কিডস স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তীর সামনে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে পরিচালিত গ্লোবাল কিডস স্কুল প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মুহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার টঙ্গী প্রতিনিধি মো. আরিফ চৌধুরী। এছাড়াও স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে মনসুর আহমেদ বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া একটি মহৎ ও প্রশংসনীয় উদ্যোগ। সীমিত সামর্থ্যের মধ্যেও গ্লোবাল কিডস স্কুল যে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়। এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।


অনুষ্ঠান শেষে শীতার্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং গ্লোবাল কিডস স্কুলের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tags