স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা কার্যক্রম জোরদার করেছে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর খাঁ পাড়া এলাকা থেকে শুরু করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকা পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় পথচারী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণায় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে প্রচারণা ও গণসংযোগ আরও বেগবান করা হবে।
