গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টঙ্গী সাংবাদিক ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে টঙ্গী পূর্ব থানার পেছনে স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সাংবাদিক ক্লাবে থাকা কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্রসহ গুদামে সংরক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় সাংবাদিক ক্লাবের পাশেই থাকা একটি পাটের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে, ফলে সেখানে থাকা মালামালেরও ক্ষতি হয় বলে জানা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মুখপাত্র শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
