গাজীপুর প্রতিনিধি :
টঙ্গীর ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা: সজীব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুল আলম শুক্কুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিক,যুবদল নেতা বেলাল খান, ছাত্রদল নেতা মো.আরিফিন সিদ্দিক বুলবুল,মো.মিরাজুল ইসলাম খান প্রমুখ।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে ওয়ার্ড, থানা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
