Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার


বিশেষ প্রতিনিধি :

আশুলিয়া পলাশবাড়ী এলাকা থেকে চোর ও ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।


এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার  থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা থানার আইল্লাপুর এলাকার মৃত আশরাফ মৃধার ছেলে সাইদুর মৃধা (৩০),গাজীপুর জেলার জয়দেবপুর থানার কাতুরা এলাকার কাঞ্চন মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪) এবং একই এলাকার সেলিম হোসেনের ছেলে সোহেল রানা (৩২)। রংপুর জেলার পীরগঞ্জ থানার কাশিমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে রাখু মিয়া (৪৮)।


ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাই ও চোরচক্রের চার সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাভার, আশুলিয়া ও ধামরাইসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।