স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে টঙ্গীর পাগাড় এলাকায় যুবদল নেতা নাজমুল মন্ডলের রাজনৈতিক অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সভাপতি সুলতানা বেগম কনা, সাধারণ সম্পাদক রাবেয়া বেগম, দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, সারমিন বেগম, ফেরদৌসী, লিপি আক্তার, মেরীনা ও রজনী গমেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকু, সিনিয়র সহসভাপতি লেহাজ উদ্দিন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর পাঠান, সাধারণ সম্পাদক মমিন ফকির এবং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মারফত আলী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
