গাজীপুর প্রতিনিধি
সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে এনসিপির যুব শক্তি। আজ গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির যুব শক্তি গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব ওমর ফারুক। প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা ও গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
ওমর ফারুক বলেন, সংবিধান সংস্কার দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। এ জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারণার সময় এলাকাবাসীর মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই লিফলেট গ্রহণ করে গণভোট ও সংস্কার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। যুব শক্তির নেতাকর্মীরা এসব বিষয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন।
এনসিপির যুব শক্তি সূত্র জানায়, গণভোট সামনে রেখে গাজীপুর মহানগরের অন্যান্য এলাকাতেও এ ধরনের প্রচারণা কার্যক্রম পর্যায়ক্রমে চালানো হবে।
