Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন মি. আগষ্টিন পিউরীফিকেশন


গাজীপুর প্রতিনিধি : 


দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালব লিমিটেডের আসন্ন নির্বাচন–২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট সমবায়ী নেতা মি. আগষ্টিন পিউরীফিকেশন।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং সমবায়ভিত্তিক সেবার মান আরও শক্তিশালী করার প্রত্যয়ে তিনি এ পদে প্রার্থী হয়েছেন।


 দীর্ঘদিনের অভিজ্ঞতা, স্বচ্ছ নেতৃত্ব এবং সমবায় আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে সারা দেশের সমবায়ীদের কাছে তিনি আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিত।


মি. আগষ্টিন পিউরীফিকেশন বলেন, সমবায়ীদের কল্যাণ, টেকসই উন্নয়ন এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য। তিনি এই নির্বাচনে সকল সমবায়ী সদস্যের দোয়া ও সমর্থন কামনা করেন।


উল্লেখ্য, আসন্ন এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও সমবায়ীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।