জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে (HWF) উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার এস আই মো. রাসেল, বকশীগঞ্জ উলফাতুন্নেসা গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অতিথিরা মানবকল্যাণ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
