বিশেষ প্রতিনিধি
সাভারে পাকিজা এলাকা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
এর আগে রবিবার রাত পৌণে ১২টার দিকে সাভারের পাকিজা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী জেলার সদর থানার চরনারায়নপুর মৃত মোসলেমের ছেলে মোঃ শফিকুল(২৮) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বড়বাটরা এলাকার মৃত আলী আকবরের ছেলে মওলা মোল্যা (৪০) । বর্তমানে তারা সাভারের বিভিন্ন এলাকায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, আটককৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, মওলা মোল্যার বিরুদ্ধে অন্তত ৪টি মামলা রয়েছে।
এবিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
