Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত

 


গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন স্বপ্ন, সম্ভাবনা ও আলোকিত ভবিষ্যতের প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল ক্যাম্পাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-হেলাল স্কুলের সম্মানিত অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ। মাওলানা আল আমিন ও শাওন আহমেদ জয়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, ইনচার্জ মোর্শেদা পারভীনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পরিমার্জিত পরিবেশে ধর্মীয় শিক্ষক মাওলানা ইয়াসিন আরাফাতের সুমধুর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে নতুন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহ, উপাধ্যক্ষ মোজাম্মেল হক পাটোয়ারী, মাওলানা আল আমিন, মোশারেফ হোসেন, তাহমিনা সুলতানা, খালেদা আক্তার, সোলাইমান হোসেন, সালমা আক্তার, শরীফুল ইসলাম, নাজমুন্নাহার মুন, শাহীনুর আক্তার, ফাতেমা আক্তার, আবুল বাসার, নিপা জেয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা জীবনের এই নতুন অধ্যায়ে অধ্যবসায় ও সততার মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে শ্রেণি শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে নিজ নিজ শ্রেণিকক্ষে প্রবেশ করে। অনুপ্রেরণামূলক এই আয়োজনের মধ্য দিয়ে আল-হেলাল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের কার্যক্রমের শুভ সূচনা হয়।