Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে দি সানশাইন স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ


 

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি সানশাইন স্কুলের উদ্যোগে শিক্ষক ও গুণীজন সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে টঙ্গীর গাজীপুরা প্রাইমারি স্কুল মাঠে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল ইসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জামায়াতে ইসলামীর নেতা ড. হাফিজুর রহমান,৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ এবং সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার,দি সানশাইন স্কুলের প্রধান শিক্ষক জেসমিন পাপড়ি। 


অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে উপভোগ করায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীল বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags