Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল


গাজীপুর প্রতিনিধি :


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকার বেপারী বাড়িতে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন,সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির প্রতীক। তার অবদান জাতি কখনো ভুলবে না। তারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ  দোয়া ও মোনাজাত করা হয়। এবং উপস্থিত  সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Tags