স্টাফ রিপোর্টার :
নির্বাচন চলাকালে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
মঙ্গলবার পিআইবি’র সম্মেলন কক্ষে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফারুক ওয়াসিফ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব শুধু খবর প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা ধরে রাখা।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের পথে গেছে। যেদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিনই স্পষ্ট হয়ে যায় দেশে আর প্রকৃত অর্থে নির্বাচন হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মহাপরিচালক আরও বলেন, এবারের নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। শুধু সরকার গঠন করাই যথেষ্ট নয়, সরকার যেন ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সে জন্য এই নির্বাচনকে গণভোটে পরিণত করা জরুরি।
গুজব ও অপপ্রচারের এই সময়ে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় নির্বাচনী আইন, সাংবাদিকদের নীতিমালা এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান। ফ্যাক্টচেকিং ও গুজব মোকাবেলায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ফ্যাক্ট-এর মিডিয়া রিসার্চ বিভাগের এক্সিকিউটিভ তাহমিদ ইসলাম। এছাড়া সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ সময় পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক ও গবেষক ছিদ্দিক ফারুক, সম্পাদক আলী মুর্তোজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
