স্টাফ রিপোর্টার :
কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন সরকারের আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থক নিয়ে অংশগ্রহণ করেছেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদল।
বৃহস্পতিবার বিকেলে টঙ্গীতে সালাহউদ্দিন সরকারের বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীসভায় অংশগ্রহণ করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকী, তাঁতীদল নেতা আব্দুল্লাহ আল মামুনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিসহ সকল অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
তাঁতীদল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, তাঁতীদল সবসময় দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিল এবং আগামীতেও যেকোনো আন্দোলনে সাহসী ভূমিকা পালন করবে।
টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকী বলেন, দলের প্রতিটি কর্মী ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তাঁতীদলের নেতাকর্মীরা সামনে থেকে নেতৃত্ব দেবে।
সভা শেষে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
