স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া পাড়া এলাকায় সাংস্কৃতির নামে বেহায়াপনা, যুব সমাজ ধ্বংস এবং অপসংস্কৃতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পানাতিয়া পাড়া এলাকায় মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে পানাতিয়া পাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি, ঈদগাহ মসজিদের সভাপতি ও সেক্রেটারিসহ এলাকার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এলাকায় অসামাজিক কর্মকাণ্ড যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা ও সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
