Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে আমানতের টাকা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ



বিশেষ প্রতিনিধি (গাজীপুর) 

গাজীপুরের টঙ্গীর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যংক লিঃ (সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি) টঙ্গী কলেজ গেইট শাখায় গচ্ছিত আমানতের টাকা না পেয়ে বিক্ষোভ করেন ব্যাংকের গ্রাহকরা।


রোববার (১৮ জানুয়ারি) টঙ্গী কলেজ গেইট বদর উদ্দিন ম্যানশন দ্বিতীয় এবং তৃতীয় তালায় ব্যংকটির শাখায় এ বিক্ষোভ করে। এসময় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে।


ব্যাংকের গ্রাহক মোল্লা প্লাজার মালিক রুবেল মোল্লা বলেন, ‘আমরা আমাদের গচ্ছিত আমানত সঞ্চয় ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক (সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি)টঙ্গী কলেজ গেইট শাখায় রাখি। আমাদের আমানতের টাকা ব্যাংক কর্তৃপক্ষ না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে। লক্ষ লক্ষ টাকা ব্যংকে থাকা সত্বেও আমাকে ৫ হাজার, ১০ হাজার টাকা দিয়ে পরবর্তীতে দেবে বলে ক্রমাগত আশ্বাস দিয়ে যাচ্ছে।’


তিনি বলেন, ‘আজ রোববার আমিসহ ব্যাংকের অন্যান্য গ্রাহকরা টাকা নিতে আসলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে পর্যাপ্ত টাকা নাই। এখন আমরা দুশ্চিন্তায় পড়ে গেছি। এখন কি আমরা আদৌ আমাদের টাকা পাব কি না সংশয়ে পড়ে গেছি।’


এসময় তিনি আরও বলেন, ‘অবিলম্বে ব্যংক যদি আমাদের আমানতের অর্থ ফেরত না দেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলন করব। অনতিবিলম্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই সমস্যার সমাধান করবেন বলে আশা প্রকাশ করছি।’

একই শাখার অপর গ্রাহক পাবনার আব্দুল আজিজ জানান, তিনি ৬৫ লাখ টাকা রেখেছেন। এক বছর ধরে টাকা পাচ্ছেন না। নোয়াখালীর শিরিন আক্তার ৬ লাখ, লক্ষীপুরের আব্দুল মজিদ খান ২৫ লাখ টাকা রেখে প্রায় দুই বছর ধরে ঘুরছেন। কিন্তু টাকা পাচ্ছেন না। এরকম অসংখ্য গ্রাহক টাকা না পেয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। 

ব্যাংকটির টঙ্গী কলেজ গেইট শাখার ব্যবস্থাপক আলী ইসলাম ফাকির বলেন, ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক টঙ্গী কলেজ গেইট শাখার গ্রাহকদের ব্যক্তিগত একাউন্টের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু এফডিআর-এর বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নির্দেশনা আসেনি। তাই টাকা দিতে পারছি না। নির্দেশনা আসলে গ্রাহকদের অর্থ প্রদান করা হবে।’