Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি


স্টাফ রিপোর্টার :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে  গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকার ৫০ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে এ নির্বাচনী প্রচারণা চালানো হয়।


প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। 


এ সময় সরকার শাহনূর ইসলাম রনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাঠে রয়েছে। আগামী নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে নেবে।


তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি একজন পরীক্ষিত ও জনগণের নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।