গাজীপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম খান রাসেল।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর খাঁ পাড়া এলাকা থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা এলাকা পর্যন্ত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয়। গণসংযোগকালে ব্যাপক সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন মতিন, দুলাল খান, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, আজগর আলী, মমিন, ইমরানসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে রাশেদুল ইসলাম খান রাসেল বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে বিএনপির বিকল্প নেই। ধানের শীষ হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, টঙ্গীর মানুষ শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র চায়। আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলে আমি বিশ্বাস করি।
