গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ প্রত্যাহারের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীপুর থানাধীন পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে শতাধিক অটোরিকশা চালক মহাসড়ক অবরোধ করেন।
অটোরিকশা মহাসড়কে চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানির প্রতিবাদে চালকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দেড় ঘণ্টা ধরে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ জানান, দীর্ঘ সময় আলোচনার পর অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
