বিশেষ প্রতিনিধি
৫২নং ওয়ার্ড গুটিয়া-আন্দারুল ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব প্রভাষক বসির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
