গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শেখ মো. সুমনকে সভাপতি এবং আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (৭ জানুয়ারি) এই কমিটির অনুমোদন প্রদান করেন।
একই সঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সভাপতি ও সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. সুমন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। টঙ্গী পশ্চিম থানা যুবদলকে একটি শক্তিশালী, সংগঠিত ও কর্মীবান্ধব ইউনিট হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই আমাদের মূল উদ্দেশ্য।
