গাজীপুর প্রতিনিধি :
অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আইয়ুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশাল–কালীগঞ্জ আঞ্চলিক সড়কের টঙ্গীর টিএন্ডটি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আইয়ুব আলী, নবীন হোসেন, কাওসার হোসেনসহ টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আইয়ুব আলী বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের পর টিএন্ডটি এলাকায় আব্বাস আলী ও তার ছেলেরা লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এসব অনিয়ম ও অপরাধের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়।
তিনি আরও বলেন, সম্প্রতি তার বাসায় চুরির ঘটনায় স্থানীয়রা চোরচক্রের এক সদস্যকে আটক করে। পরে চোরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের সহায়তায় আব্বাস আলীর গুদাম থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, বুধবার দুপুরে ওই মামলার কাজে আদালতে গিয়ে ফেরার পথে আব্বাস আলী ও তার ছেলেরা তার ওপর ফিল্মি কায়দায় হামলা চালায়। একপর্যায়ে তার গাড়ি থামিয়ে গুলি করে হত্যার চেষ্টা করা হয়।
মানববন্ধন থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরচক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা আব্বাস আলী, তার ছেলে রাকিবসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
