গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে টঙ্গীর চেরাগআলী বেপারী বাড়িতে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, যুবদল নেতা সেলিম কাজল, মাহবুব মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তার নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে অবদান রয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
