Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর টঙ্গী বাজার ঈদগাহ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ও ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার আলহাজ্ব মো. সুলতান উদ্দিন।


টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. হেলাল খানসহ সদস্য মো. রবিউল ইসলাম রবিন, মো. রুবেল খান, মো. জহির খান, মো. রাসেল, মো. বিপ্লব, মো. আরিফ শেখ, মো. রুবেল মিয়া, মো. ভাসানি, মো. জনি, মো. আবু সাইদসহ অন্যান্যরা।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে বি. এম. শামীম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে আরও বেশি করে এগিয়ে আসা উচিত। তিনি টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে আশা করছি এবং মানবিক সব ধরনের কাজে  সহযোগিতা করবো। 


বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Tags