গাজীপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে গাজীপুর মহানগরীর ৫৭ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গী পূর্ব থানার বউ বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজার অতিক্রম করে মফিজ উদ্দিন আহমদ কমিশনার রোড পর্যন্ত এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগরীর ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি. এম শামীমের নেতৃত্বে এ কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ভোট প্রার্থনা করা হয়।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, বিএনপি নেতা ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, মো. লিটন শেখ, মো. আমিনুল ইসলাম টানু, ৫৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেপারী, মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য বেপারী মো. জুয়েল রানা, মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাপ্পি, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মো. বশির মাতব্বর, ৫৭ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি আ. বাসির, যুবদলের নেতা মাছুদ খান, মো. নুর আলম, ছাত্রদলের নেতা রাসেল হাওলাদাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতা বি. এম শামীম বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষের দিকে তাকিয়ে আছে। গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি জনগণের প্রার্থী। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষই বিজয়ী হবে।
