Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৩


স্টাফ রিপোর্টার :


গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার টাকার জালনোটসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১।


সোমবার (২৬ জানুয়ারি) রাতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামের একটি ভবনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


আটকরা হলেন আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।


র‌্যাব জানায়, অভিযানে জালনোট তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, কেমিক্যাল, বিশেষ কাগজসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও বাজারজাত করার কথা স্বীকার করেছে।


র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী মামলা করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।