গাজীপুর প্রতিনিধি :
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে টঙ্গী এরশাদ নগর এলাকার পলক কমিউনিটি সেন্টারে টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা এস এ শাকিল আহমেদ সরকারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবদল নেতা মোক্তাদির আহমেদ লিপু মোল্লাসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফেরাত কামনা করেন।
