নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গীতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা যুবদলের উদ্যোগে কাদেরিয়া স্কুলের সামনে থেকে ঢাকা ময়মনসিংহ-মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।
মিছিলে যুবদলের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
মিছিল মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান রেজা,
যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন ফারুক,
নাজমুল হোসেন মন্ডল, শেখ মো সুমনসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে প্রস্তুত।
