Type Here to Get Search Results !

ব্রেকিং নিউজ

Footer Copyright

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভা




নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টঙ্গী কামারপাড়া রোডের একটি বাংলোয় এ সভার আয়োজন করা হয়।


সভায় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।


এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পূর্ব থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ।


এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। তার আগমনকে কেন্দ্র করে গাজীপুর মহানগরে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি শান্তিপূর্ণ ও সুসংগঠিত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। 


বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। এ লক্ষ্যে মহানগর বিএনপির প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।