Type Here to Get Search Results !

ব্রেকিং নিউজ

Footer Copyright

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে মশাল মিছিল



গাজীপুর প্রতিনিধি : 

গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয়  দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি সালাহউদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা এ কর্মসূচির আয়োজন করেন।

সোমবার রাতে কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী এলাকায় গিয়ে  বিক্ষোভ করেন তারা।

মশাল মিছিলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল হক করিম রনিকে দেওয়া মনোনয়ন বাতিল করে সালাহউদ্দিন সরকারকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে সক্রিয় থেকে বিএনপির জন্য নিরলসভাবে কাজ করেছেন পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সরকার। অথচ তাকে বঞ্চিত করে তুলনামূলকভাবে জুনিয়র ও অরাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে দেখা যায়নি।

এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।