স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার ৩ শত ফিট এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই প্রস্তুতির অংশ হিসেবে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষের কান্ডারী এম মঞ্জুরুল করিম রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণসহ গাজীপুরের বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে শান্তিপূর্ণ ও সুসংগঠিতভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
