Type Here to Get Search Results !

ব্রেকিং নিউজ

Footer Copyright

গাজীপুর সিটির পূবাইলে নেই সড়ক বাতি, সন্ধ্যার পর শঙ্কায় এলাকাবাসী


২০১৩ সালে গঠিত হয় গাজীপুর সিটি কর্পোরেশন। দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে ২০১৪ সালে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্টের মাধ্যমে শহরের বিভিন্ন সড়কে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। কিন্তু সোলার লাইটগুলোর ব্যাটারি চুরি হয়ে যায়।


গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকাটি দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিমধ্যে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু বাণিজ্যিক, আবাসিক, পর্যটনসহ নানাভাবে বিপুল মানুষের সমাগম ঘটছে পূবাইল এলাকায়। কিন্তু সড়কগুলোতে কোনো বাতি না থাকায় সন্ধ্যার পর চলাচলে অসুবিধাসহ নানা অপরাধ সংঘটনের শঙ্কা মানুষের মনে।


৩৯, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ গঠিত। এই অঞ্চলেই পূবাইলের অবস্থান।


সরজমিনে ঘুরে দেখা যায় যে, হায়দরাবাদ, মাজুখান, মেঘডুবী, কুদাব, বসুগাঁও, ভাদুন, পূবাইল, উদুর, বিন্দান, নারায়নকুল, হারবাইদ, মারুকা, কামারগাঁও, নন্দীবাড়ী এলাকায় প্রধান সড়ক ও শাখাসড়ক বাতিহীন। বাতি না থাকায় এলাকাবাসী ও পথচারীদের চলাচল করতে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে।


এলাকাবাসীর তথ্যমতে, সন্ধ্যার পর অন্ধকার সড়কে চুরি, ছিনতাই, ডাকাতির হার বেড়ে গেছে।


৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডা. হাদিউল ইসলাম বলেন, ‘আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করি, সেই হিসেবে আমরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না। রাস্তার পাশে বাতি না থাকায় আমাদের এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।’


তালটিয়া এলাকায় অবস্থিত এপিএস গার্মেন্টস। সেখানে কর্মরত পোশাক শ্রমিক সাবিনা বলেন, ‘আমাদের অনেক সময় রাতে ছুটি হয়, রাস্তায় বাতি না থাকায় বাড়িতে যেতে আমাদের খুব ভয় লাগে।’


পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় সড়কবাতি থাকলে আমাদের পুলিশ সদস্যদের রাতে জনগণকে নিরাপত্তা দিতে সুবিধা হবে।’


এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-০২ এর আঞ্চলিক কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘কিছু দিন পরপর টেন্ডারের মাধ্যমে বাতির ব্যবস্থা করা হচ্ছে। সামনে চাহিদা অনুযায়ী বাতির ব্যবস্থা করা হবে।’


গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগের প্রধান ইব্রাহীম খলিল বলেন যে, পূবাইলে সড়ক বাতি স্থাপনার জন্য একটি টেন্ডার দেওয়া হয়েছে , অতি দ্রুত সড়ক বাতি দেওয়া হবে।

Tags