গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের গাছায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত গাছা সাংবাদিক ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে গাছা থানা এলাকার মির্জা সিএনজি পাম্পের মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন শাহিন,মোহাম্মদ মনিরুল ইসলাম বাবুল সিপাহি, গাছা থানা বিএনপি সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট আলেমগণ ইসলামী দৃষ্টিকোণ থেকে নৈতিক সাংবাদিকতার গুরুত্ব ও সমাজে সাংবাদিকদের ভূমিকা নিয়ে মূল্যবান বয়ান পেশ করেন।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক মো: ফয়জুল ইসলাম বলেন, “সত্যনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা গাছা সাংবাদিক ক্লাবকে নৈতিক ও পেশাদার সাংবাদিকতার আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছি।”
পরিশেষে ক্লাবের অগ্রগতি, সাংবাদিকদের কল্যাণ, এবং সমাজের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
