Type Here to Get Search Results !

Footer Copyright

ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে, সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজুর রহমান


 গাজীপুর প্রতিনিধি :


টঙ্গী সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজুর রহমান বলেন , আমাকে  জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে।


সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এই সরকারি হাসপাতালের সেবা দিয়ে আসছি। কিন্তু কিছু ব্যক্তি বা মহল

উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।”


তিনি আরও জানান, এরই মধ্যে ঘটনাটি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। 


মোস্তাফিজুর রহমান বলেন, “সেবাখাতে কর্মরত একজন ব্যক্তি হিসেবে আমি সবসময় রোগী ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই। অপপ্রচার ছড়িয়ে আমাকে ও হাসপাতালকে হেয় করার যে অপচেষ্টা চলছে, তা দুঃখজনক।”


তিনি মিথ্যা তথ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সঠিক তথ্য যাচাই করে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

Top Post

Bottom Post

Hollywood Movies