গাজীপুর প্রতিনিধি :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৫৪ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুর।
এছাড়া উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর বলেন, “মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই মানুষের আশা-ভরসা। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণই সবচেয়ে বড় শক্তি।”
তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার এবং শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান। শেষে তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।
