টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে কসমেটিক মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টঙ্গীবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধে
মা বাবার দোয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার, মেচিং কর্নারকে ২০হাজার ও রংধনু কসমেটিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, শীতের শুরুতে প্রসাধনী সামগ্রীর ব্যবহার ও চাহিদা বৃদ্ধি পায়। এসময় কিছু অসাধু ব্যয়সায়ী অতিরিক্ত মোনাফার লোভে নকল, ভেজাল, অননুমোদিত, মেয়াদ উত্তির্ন মালামাল কৌশলে বিক্রি করে। এসব অপকর্ম রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।
