Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল



গাজীপুর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর মহানগরের ৫৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) এশার নামাজের পর মধুমিতা রেলগেট সংলগ্ন মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী। 

এ সময় প্রধান অতিথি সিরাজুল ইসলাম সাথী বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন ভূমিকা রেখেছেন। তিনি শুধু একটি দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর ত্যাগ, সাহস ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমরা আজ তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং একই সঙ্গে তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি।