গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে গাজীপুর মহানগর ছাত্রদল।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগর বিএনপির পার্টি অফিসে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, সহ সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুল রহমানসহ থানা, কলেজ ও ওয়েব ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার রাজনৈতিক অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। নেতাকর্মীরা তার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
