গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীর খাঁ-পাড়া রোডের দশতলা বালুর মাঠে টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। তাঁর নেতৃত্ব ও ত্যাগ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুকুর, পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয়, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
