গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’র কার্যকরী কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক শওকত আলী ফকিরকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সকল সদস্যের উদ্যোগে সম্প্রতি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মামুন। তিনি তার বক্তব্যে অত্যন্ত সাবলীলভাবে সংগঠনের বিগত দিনের সকল কার্যক্রম, উন্নয়নমূলক পদক্ষেপ এবং অর্জিত সফলতার বিস্তারিত চিত্র সকলের সামনে তুলে ধরেন। তার এই উপস্থাপনা উপস্থিত সদস্যদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই সাথে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যক্রমে সকলেই সন্তূষ্টি প্রকাশ করেন।
গাজীপুরা মোহাম্মদিয়া রেস্টুরেন্টে শনিবার দুপুর ১২টায় নবনির্বাচিত কোষাধ্যক্ষ শওকত আলী ফকিরকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা তাকে উষ্ণ অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শওকত আলী ফকির একজন সৎ, নিষ্ঠাবান এবং সমাজহিতৈষী ব্যক্তিত্ব। নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত এই জনকল্যাণমূলক সংস্থার অর্থ বিষয়ক গুরুদায়িত্ব তার ওপর অর্পিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনার জবাবে শওকত আলী ফকির বলেন, “আমাকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে যে সম্মান দেখানো হয়েছে, তার জন্য আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞ। নবীন ও প্রবীণদের কল্যাণে এবং সংস্থার উন্নয়নে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করছি।”
উক্ত অনুষ্ঠানে সংস্থার সহ সভাপতি আনিসুল ইসলাম সভাপতিত্বে সম্পন্ন হয়েছে, এ সময় আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক
আলমগীর হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক
রাজু আহমেদ,সুলাইমান বেপারী, মোঃ মাহবুব আলম, মোঃ সোহরাব হোসেন,এস এম তাহমিনা, মোঃ আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, মোঃ জুনায়েদ ইসলাম ,মোঃ মাজহারুল ইসলাম, ইব্রাহিম খলিল রনি,
শামসুদ্দীন জুয়েল, মোঃ আবুল হোসেন,, অরুন আহমেদ,সাওন মন্ডল, আফসার উদ্দিন, রেজাউল কবির রাজীব, নাসির মাহমুদ , কালাম বেপারী, শেখ ফারুক, ফাইজুল ইসলাম আরিফ এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
