Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

পূবাইলে ট্রেনে কাটা পড়ে ২ শিশু সহ মায়ের মৃত্যু


পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে ২ সন্তান সহ মায়ের মৃত্যু। 

নিহতের নাম হাফেজা খাতুন মালা(২৫)

সে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ  সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। 

সাথে থাকা দুই শিশু মালা বেগমের সন্তান বলে জানা গেছে। 

 

সোমবার সকাল ১১ টার দিকে  গাজীপুর মহানগর এর ৪১ নং ওয়ার্ডের নয়নীপাড়া ফাটপার এলাকার রেল ক্রসিং অদূরে এ ঘটবা ঘটে।


স্থানীয়রা রেল ক্রসিংয়ের গেইটম্যান সাত্তার জানান,সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিং এর পূর্ব পাশে নয়ানী পারা ফাটপার এলাকার রেললাইনের উপরে নিহত মালা বেগম তার দুই সন্তান কে নিয়ে রেল লাইনে হাঁটছিলেন, এসময় তিনি তাদের কে রেল লাইন থেকে সড়ে যাওয়ার জন্য ডাকতে থাকেন পরে ওই নারীর মেয়ে রেল লাইন থেকে সড়ে যেতে চাইলে সে তাকে ও তার সাথে থাকা অন্য শিশুটি কে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দেয়।এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খন্ডবিখন্ড হয়ে যায়। 

পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ হেফাজতে নেন।


এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা যাচ্ছেন।বিস্তারিত জেনে জানাতে পারবো।