Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

জমকালো আয়োজনে পূবাইল সাংবাদিক ক্লাবের বর্ষপূর্তি উদযাপন


 

স্টাফ রিপোর্টার (গাজীপুর) 

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো গাজীপুর মহানগরীর পূবাইল সাংবাদিক ক্লাবের ৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিকেলে নগরীর ৪১নং ওয়ার্ড এর আপন ভূবণ পিকনিক স্পটের অডিটরিয়ামে জমকালো আয়োজনে শেষ হয়েছে। 


পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়ার সঞ্চলনায় ক্লাব সদস্যদের পাশাপাশি আলোচনায় অংশ নেন পূবাইল থানা বিএনপি'র সভাপতি মনির হোসেন শিকদার বকুল, পূবাইল থানা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এড নজরুল ইসলাম খান বিকি, ৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপি'র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী,রাকিব হোসেন মোল্লা, গাজীপুর জেলা সাংবাদিক এক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,পূবাইল থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড সোহরাব হোসেন সহ পূবাইল থানা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় অনুষ্ঠানে গাজীপুর টঙ্গী ও পূবাইলের নবীন ও প্রবীণ সাংবাদিকরাও অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা বলেন,পূবাইল সাংবাদিক ক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়,এটি পূবাইলে সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বক্তারা আরও উল্লেখ করেন,পূবাইল সাংবাদিক ক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা,নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিক ক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

Tags