Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরে ২টি বিদেশী পিস্তল ও ২৪ রাউন্ড গুলি ৪টি ম্যাগজিনসহ ‘মিয়া কসাই’ গ্রেফতার



স্টাফ রিপোর্টার (গাজীপুর) 

‎গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৮ নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গরবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাছা থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে েসব তথ্য জানান জিএমপি দক্ষিণ ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার।

‎সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির একটি ভাড়া বাসায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎জিএমপি গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর এলাকার জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালায়। উক্ত বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের রুমে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃত আলামতসমূহ:

‎০১টি ৭.৬৫ এমএম (7.65 MM) বিদেশী পিস্তল।

‎০১টি ৯ এমএম (9 MM) বিদেশী পিস্তল।

‎০৪টি ম্যাগাজিন। ২৪ রাউন্ড তাজা গুলি।

‎গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া ঢাকা মহানগরের হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা (২০৬ নং বাসা) এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, সে এলাকায় ‘মিয়া কসাই’ নামে পরিচিত।

‎তার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে: ১. ডিএমপি হাতিরঝিল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা। ২. ডিএমপি শাহজাহানপুর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা।

‎এ ঘটনায় গাছা থানায় পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act 1878) ১৯-এ (19-A) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩২, তারিখ: ৩০/১২/২০২৫)। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Tags