গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এ উপলক্ষে সাংগঠনিকভাবে ছাত্রদলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ আগামীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশনা দেন।
