Type Here to Get Search Results !

Footer Copyright

গাজীপুরে সৃজনশীল স্কুল এন্ড কলেজের ১০ বছর পূর্তি উদযাপন


 বিশেষ প্রতিনিধি :

 গাজীপুর সদর উপজেলায় নয়াপাড়া বীর মুক্তিযোদ্ধা শামসুল হক শিক্ষা ফাউন্ডেশন ও সৃজনশীল স্কুল এন্ড কলেজের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যক,লেখক,বিশিষ্ট ব্যবসায়ী,  আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক- আলহাজ্ব লায়ন এম এ রশিদ, সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপি আহবায়ক সদস্য-মোঃ এমদাদুল হক মুসুল্লি, সৃজনশীল স্কুল এন্ড কলেজের এমডি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম সেলিম(এম.এসসি) ও সহকারী প্রধান শিক্ষক মোছাঃ সাজেদা খাতুন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক-মোঃ আমজাদ হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর জেলা কমিটির সভাপতি- এস এম কাজল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- তারেক রহমান জাহাঙ্গীর,  মির্জাপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ লুৎফর রহমান, সৃজনশীল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ এরশাদুল হক,গাজীপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি- মোসাঃ নাছিমা আক্তার, মির্জাপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক- মোঃ মাসুম মুসুল্লি,  পজিটিভ মোশন এর ত্রুিয়েটিভ ডিজাইনার, মোঃ মিনহাজুর রহমান, সৃজনশীল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য- শামিমা আক্তার প্রমুখ। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব লায়ন এম. এ রশিদ বলেন শিক্ষা জাতির মেরুদন্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত তারই ধারাবাহিকতা সৃজনশীল  স্কুল এন্ড কলেজ তার মান ধরে রাখছে বলে আমার বিশ্বাস, তার কারণ স্কুলের পরিবেশ দেখেই বুঝা যায় স্কুলের শিক্ষার মান কতটা উন্নত। এই এলাকায় সেলিম সাহেবের নেতৃত্বে তিনটা ক্যাম্পাস পরিচালিত হচ্ছে প্রতিটা ক্যাম্পাসে শিক্ষার মান ধরে রাখছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে এবং সকল শিক্ষকরা যদি মন থেকে সকল ছাত্র ছাত্রীদের কেয়ার করে তাহলে আমার বিশ্বাস  শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। আমি এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবকদের মঙ্গল কামনা করছি এবং সেলিম সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন সৃজনশীল স্কুল এন্ড কলেজের শিক্ষার মান ধরে রাখতে পারে। এ সময় প্রতিষ্ঠানের এমডি মোঃ সাদিকুল  ইসলাম সেলিম বলেন ১০ বছর আগেই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলাম,  হাটি হাটি পা পা করে আজকে ১০ বছর পেরিয়ে ১১ বছরের  পদার্পণ করল। আমি সকলের সহযোগিতা এবং উপস্থিতির জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন একটি মানসম্মত  স্কুল করতে পারি সেই দোয়া চাই সকলের কাছে। প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রমে আজকের আমার এই সফলতা তাই সকলের কাছে আমি কৃতজ্ঞ। এ সময় প্রধান  অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের মাঝে সম্মাননা ক্রেস্ট  প্রদান করেন। অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদু শিল্পীর জাদু মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।