নিজস্ব প্রতিবেদক//
গাজীপুর-৬ ও বাগেরহাট-৪ আসন সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ ৯ ডিসেম্বর, মঙ্গলবার চেম্বার কোর্ট থেকে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এ গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে উপস্থিত হয়েছেন গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার জাবেদ আহমেদ সুমন, এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি টঙ্গী পশ্চিম থানার প্রভাষক বসির উদ্দিন। সরকার শাহানুর ইসলাম রনি সহ গাজীপুর মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
গুরুত্বপূর্ণ এই রায়কে ঘিরে গাজীপুর-৬ আসনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
