গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় দেওড়া পরান মন্ডলের টেক এলাকার ৫৩ নং ওয়ার্ড যুবদল নেতা তামজীদ ইবনে আমিরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম, বর্তমান সভাপতি আনিসুল রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী,স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম, শ্রমিক দলের নেতা বকুল, সাবেক ছাত্রনেতা পারভেজ, রাজু, যুবদল নেতা নাহিদ হাসান হৃদয়সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তাঁরা দেশবাসীর কাছে নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে বেগম জিয়ার সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
