স্টাফ রিপোর্টার :
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে গাজীপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা লাল-সবুজের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এসময় তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় নেতারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সমুন্নত রাখতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।
র্যালীতে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
